– ও মামমাম, তুমি প্রতি বছর এরকম সময়ে এই টেডি বিয়ার টা বের করে নতুন জামা পরাও কেন?
– আজ তো টেডির জন্মদিন, তাই জন্য।
– আচ্ছা মা এই টেডি টা তোমাকে কে দিয়ে গিয়েছিল?
– যে রাজকুমার আমার এই সোনা টেডি বিয়ার টা দিয়ে গেছে, সেই আমাকে এই ডল টেডিটাও দিয়ে গিয়েছে।
– তাহলে তো আমারা দুজনেই বোন বলো মামমাম!
– একদমই তাই, এবার চলো তো সোনা ঘুমিয়ে পড়ো তো!
খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে… গাইতে গাইতে চোখের জল আর ধরে আসা গলাকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে রানি, পাশে টেডি টা শান্ত হয়ে বসে আছে। শহীদ হওয়ার দিন কয়েক আগে রাজ এই টেডি টা তার হাতে আর গর্ভে গর্ভে একটা ছোট্ট রাজকুমারীকে। তারপর এসেছিল সেই অভিশপ্ত ভ্যালেন্টাইন্স ডে আর পরের দিন তিরঙ্গা মোড়া একটা নিথর দেহ। রাজমাতা-ও বুঝি আর কাছ ছাড়া করতে চাননি নিজের বীর পুত্রকে।।
~ তনয়া