নারী তোমাকে মা হতে গেলে বিয়ে করে সন্তান জন্ম দিতে হবেই এমন কোনো বিশেষ কারণ নেই।
বিয়ে না করে সন্তান নিজের পেট থেকে জন্ম না দিলেও মা হওয়া যায়।
রাস্তার পথশিশুদের মা,অনাথ আশ্রমের ফুলের মতো বাচ্চাদের মা। এমনকি নিজের আপন প্রিয় কিছু মানুষদের কাছেও মা হয়ে ওঠা যায়।
নিজের ব্যক্তিত্ব ও ভালোবাসার দ্বারায়।
নিজের পেট থেকে সন্তান জন্ম দেওয়ার চাপে, সমাজের নিয়ম রক্ষা করার জন্য প্রতিটা নারীকে বিয়ে করতেই হবে, মা হতেই হবে এমন কোনো রীতিনীতি নেই।
সব মেয়েদের বিয়ের করার বা মা হওয়ার শখ নাও থাকতেই পারে,
এটা মানতে শিখুন।কিছু মেয়ে এমনও হয় বিয়ে,সংসার কিছু না করেও জীবন কাটিয়ে দেয় নিজের ইচ্ছায়।
নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে,শুধুমাত্র তার স্বামী ও পরিবারের মতে এবং সমাজের অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্যই জোর পূর্বক সন্তান ধারণ করতে হবেই বলে নারীর উপরে অত্যাচার করা একদমই উচিত না।
নারীর জরায়ুর স্বাধীনতা থাকা অবশ্যই দরকার সমাজে।
নারী নিজের শরীরে একটি প্রাণকে বড়ো করে তুলবে তাই নারীর ইচ্ছার গুরুত্ব স্বামী,পরিবার,সমাজকে সব সময়ই দেওয়া অত্যন্ত জরুরী।
✍️ হেমলাবণ্য