রাগটা খানিকটা মোমবাতির মতো, জ্বালানোর সময় তীব্র শিখা গলতে শুরু হলে শিখার তীব্রতা কমে। হোয়াটসঅ্যাপে কটা দুঃখের ভিডিও স্ট্যাটাস, হয়তো আমার অভিমানের বেদনা বোঝাতে পারেনি। পারেনি বোঝাতে তোমার জন্য অপেক্ষা,
পারেনি তোমার সঙ্গে কথা বলার ছটফটানি। তুমি ঠোঁটে চুমু দিতে গেলে, বারবার দূরে সরিয়ে দিয়েছি। তুমি বুঝেছো আমার সময় দরকার, তাই কিছুটা সময় একা ছেড়ে দিয়েছো আমায়। কিন্তু বিশ্বাস করো তখন তোমার আলিঙ্গনটা খুব দরকার ছিল,
একা থাকবো বলে তো ভালোবাসিনি তোমায়। রইলো বাকি পায়ে পায়ে মিলিয়ে ঝগড়া, কি হবে এসব করে এতে সম্পর্কে তিক্ততা বাড়বে। একথা ঠিক তোমার সঙ্গে ঝগড়া করে, আমার অসস্তিটাই বেড়েছিল গতরাতে। তোমার সাহিত্যচর্চার সিলেবাসে, আমি বরাবরই বাদ থেকে গেছি।
যাও বা কটা লেখায় নিজেকে পেয়েছি, সেখানেও ভাববিনিময় অস্পষ্ট। তোমার বেসুরো কন্ঠে সঙ্গীত পরিবেশনা, হাস্যরস জুগিয়েছে আমার ঠোঁটে-মুখে। তবু জানি লক্ষ-কোটি অভিমানের শেষে, তুমি আমার তুমি আমার শুধু আমার।
☘️মিত্রবৃন্দা