আত্মহত্যা করা মানুষটার বয়ান

0
816

অগ্নি,

তুই জানিস আমি মনের দিক থেকে কতটা স্ট্রং। আমার সামনে কেউ আত্মহত্যার কথা বললে বা আত্মহত্যার চেষ্টা করলে কথা শুনিয়ে বা বুঝিয়ে আটকেছি।
আজ আমার সামনে রাখা ঘুমের ওষুধ। আমি বুঝতে পারছি এক বোতল ঘুমের ওষুধ খেলে

মৃত্যু কেউ আটকাতে পারবে না।যদি ভাগ্যে বাঁচা থাকা থাকে হয়তো বেঁচেও যেতে পারি। আমি স্ট্রং হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে।তুই ভাবিস আমি স্ট্রং তাই যা ইচ্ছে তাই করতে পারবি।

প্রকৃত অর্থে আমার সহ্যক্ষমতা বেশি তবে আজ তা সীমানা অতিক্রান্ত করে গেছে। পারিবারিক অশান্তি আর তোর দেওয়া মানসিক অশান্তি নিয়ে আমি আর পেরে উঠছি না। কাউকে যে বলবো কেউ তো যেচে জিজ্ঞেসও করে না আছি কেমন আমি। এমনকি তুই তো রেগে গিয়ে প্রায় এক সপ্তাহ কথা বন্ধ রাখিস আমার সাথে।

চরম একাকীত্বে কাটানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কাউকে কষ্টের কথা বললে ভাবে নাটক করছি ছোটবেলার মতো। কতবার ডাক্তার দেখাতে বলেছি আমায় কানেই তোলে নি কেউ। এমনকি তুইও কানপাত করিস না।
তীব্র অবহেলা ও অসংখ্য অভিযোগ নিয়ে আমায় চলে যেতে হচ্ছে একপ্রকার বাধ্য হয়ে।ভালো থাকবি আশা করি। যদি এই যাত্রায় বেঁচে যাই দেখা হবে নচেৎ হবে না। আমি জানি তুই দ্বিতীয়টা প্রার্থনা করবি। বেশ আসি রে।।

                                ইতি

                                                                                                                 সৃষ্টিছাড়া (শঙ্খ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here