অভ্র- কি চাইছিস পাগলি? এই আধা পাগলটাকে পুরো পাগল বানাতে?
শ্রেয়া- (প্রথমবার শাড়ি পড়ে এলোমেলো খোঁপায়, চুড়ির আওয়াজে খানিক অস্থির ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে) তুমি কি চাইছো?
অভ্র-কি চাইবো বলতো? ফেসবুকে এক বছরের পরিচিত মেয়েটা আজ আমার শহরে পড়তে এসে, অছিলায় আমার মায়ের সাথে প্রার্থনা করছেহাতে হাতে কাজ করছে, আজ বোনের শাড়ি পড়ে আমার সামনে আমার স্বপ্নের মতো দাঁড়িয়ে আছে।
শ্রেয়া-তোমার শহর থেকে চলে যাবো বলছো?
অভ্র-(মিথ্যে রাগে হাতের উপর হাত রেখে, হালকা কাছে গিয়ে)কি চাইছি! বিয়ে করে নে আমায় পাগলী।
শ্রেয়ার লজ্জায় হাত-পা ঠান্ডা হয়ে আসছে। হয়তো লোকাতে চাইছে। হয়তো কিছু খুঁজছে। বুঝতে পেরে অভ্র বুকে টেনে নেয়। কিছুক্ষন পর মুখ তুলে প্রথম স্পর্শের মোহর লাগিয়ে দেয় তার স্বপ্নের নায়িকার ঠোঁটে। তারপর!
প্রথম স্পর্শ থেকে যায় এইভাবেই , কারোর বাস্তবে তো কারোর স্বপ্নে।
✍️স্বপ্নচারিণী