
গত ১৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল বর্ডার – গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। তিনদিনের মধ্যেই অস্ট্রেলিয়া আট উইকেটে ম্যাচ জিতে যায়। বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত তৈরি করে এক লজ্জাজনক রেকর্ড। মাত্র ছত্রিশ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। যা ভারতের ইতিহাসে সর্বনিম্ন দলগত রান।
এক ঝলক দেখে নেওয়া যাক, ভারতের পাঁচ সর্বনিম্ন দলগত রানের ইতিহাস।
১। ৩৬ রান বিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০) -ঃ বর্ডার – গাভাস্কার ট্রফির চার ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ছত্রিশ রানে তাদের ইনিংস শেষ করে। কোন ব্যাটসম্যান দুই সংখ্যার ঘরে ঢুকতে পারে নি। মায়াঙ্ক আগারওয়ালের ৯ রান, কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান । অস্ট্রেলিয়ার হয়ে হেজেলউড পাঁচ উইকেট নেন ও কামিন্স চার উইকেট নেন। তবে ভারত পুরোপুরি ভাবে অল আউট হয় নি। মোহম্মদ শামি আহত হয়ে ড্রেসিংরুমে ফিরে যান।
২। ৪২ রান বিপক্ষ ইংল্যান্ড (১৯৭৪ ) -ঃ ভারত লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে, দ্বিতীয় ইনিংসে মাত্র ৪২ রানে অল আউট হয়ে যায়। অজিত ওয়াদেকরের নেতৃত্বে এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন একনাথ সল্কার (১৮)। ইংল্যান্ডের তরফ থেকে ক্রিস ওল্ড পাঁচ উইকেট নেন ও জিওফ আর্নল্ড চার উইকেট নেন। ইংল্যান্ড ২৮৫ রান ও এক ইনিংসে ম্যাচটি যেতেন।

৩। ৫৮ রান বিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৪৭) –ঃ ব্রিসব্রেনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ৩৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত ৫৮ রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বচ্চ ব্যাক্তিগত রান স্যার ডন ব্র্যাডম্যানের (১৮৫)। ভারতের ইনিংসে সর্বচ্চ রান অধিনায়ক লালা অমরনাথের (২২)। ইরনি টোসাক, অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও ভারত ৯৮ রানে অল আউট হয়ে যায় এবং ২২৬ রান ও এক ইনিংসে ম্যাচ হারে ।
৪। ৫৮ রান বিপক্ষ ইংল্যান্ড (১৯৫২) –ঃ ম্যানচেস্টার শহরে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪৭ রানের জবাবে, প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে অল আউট হয়ে যায় বিজয় হাজারের নেতৃত্বে ভারতীয় দল। বেক্তিগত সর্বচ্চ রান বিজয় মাঞ্জরেকরের (২২)। ফ্রেড ট্রুম্যান এই ইনিংসে ৮ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও ভারত ৮২ রানে অল আউট হয়ে যায় ও ইংল্যান্ড এক ইনিংস ও ২০৭ রানে ম্যাচ জেতে।
৫। ৬৭ রান বিপক্ষ অস্ট্রেলিয়া ( ১৯৪৮ ) –ঃ মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়ার ৫৭৫ রানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত ৩৩১ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ভিনু মাকান্দ ০ রানে ফিরে যান। তিনজন ব্যাটসম্যান ১০ রান করেন, যা ব্যাক্তিগত সর্বচ্চ রান। অস্ট্রেলিয়া এক ইনিংস ও ১৭৭ রানে ম্যাচ জেতে।
More Stories
ঝুলন গোস্বামী, দশকের সেরা টিমের সদস্য, বাঙালির কাছে ব্রাত্য