মুক্তি পেল ওয়ান লাভ মিডিয়ার নতুন ছবি “আব্বুলিশ” এর পোস্টার। ছবিটি পরিচালনা করেছেন রজত সাহা। কয়েক মাস আগে একই পরিচালকের ছবি “জীবাণু” সেভাবে প্রকৃত অর্থে ভাইরাল না হলেও প্রচুর প্রসংশা ও পুরস্কার জেতে। তবে পরিচালকের কোথায় এবারের গল্প একদম আলাদা। স্কুল জীবনের বন্ধুত্ব, মজা, ঠাট্টা নিয়েই পুরো জমজমাট গল্প। মূলত এই ধরনের গল্পের জন্যই এই চ্যানেলের সুনাম। দেখা যাক, আবার সেই প্রত্যাশা পূরন হয় কিন।
ছবিতে আছে এক ঝাঁক নতুন মুখ। প্রান্ত, রূপ, মোহিনী, শতদ্রু ও অর্চিষ্মানের সাথে আছে বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও স্টার “মাঞ্চু দাদা”।
ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে আগামী বুধবার।