৮/১২ বিনয় বাদল দিনেশ
নামটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে
আজ সামনা সামনি বড় পর্দায় দেখার সুযোগ ও হয়ে গেল “Siliguri CityCentre INOX” কর্তৃপক্ষের কারনে ,
এবারে সিনেমার কথায় আসি সিনেমাটা হয়তো অনেকের চোখে নাও লাগতে পারে তার কারণ বর্তমানে সব রঙিন দেখে দেখে অভ্যস্ত আমরা আর সেখানে ৮/১২ রঙ বিহীন সাদা কালো ছবি ,
তবে একটা কথা না বলে পারছি না সাদা কালো হলেও আপনার মনে দাগ কাটতে কোথাও মিস করবে না ৮/১২
এই তিন বীর এর কাহিনী যখন আপনি পর্দায় দেখবেন আপনার এটা মনে হতে পারে আপনার চোখের সামনে হচ্ছে ঘটনা গুলো আপনার গায়ে কাঁটা দেবে , তার একটাই কারন সিনেমার অভিনেতাদের অভিনয় এতটা রিয়েলিস্টিক আপনি না দেখলে বুজতেই পারবেন না,,
আর আমার মনে হওয়ার অন্যতম কারণ ” Siliguri CityCentre INOX”হলের ছবির কোয়ালিটি আর সাউন্ড ,
আরো বেশি ফিল করতে বাধ্য করেছে সিনেমাটা কে ,
সিনেমাতে এমনও কিছু সময় আসবে আপনি আপনার চোখের জল আটকে রাখতে পারবেন না বীর সৈনিক দের সাথে ঘটে যাওয়া ঘটনা গুলো দেখে ,
কত জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা কেন আপনি সেটা অনুভব করতে পারবেন ,
আর একটা কথা না বলে পারছি না সিনেমার কাস্টিং,সিনেমার ডায়লগ একথাও অনবদ্য ।
আমরা প্রায় সবাই জানি বিনয়,বাদল,দিনেশ এর গল্প কিন্তু সেই গল্প কে সিনেমা রূপ দিতে কোথায় খামতি রাখেনি “KSS Production & Entertainment” পুরো টিম ,
আমি আবারো বলছি ধন্যবাদ “Siliguri CityCentre INOX” টিমকে আমাকে প্রিমিয়ারে সিনেমাটি উপভোগ করতে আমন্ত্রণ করার জন্য,
কিছু কথা না বললেই নয়
- Siliguri CityCentre Inox এ এত সুন্দর বসার ব্যবস্থা আপনি না গেলে বুঝতে পারবেন না ,
- ছবির কোয়ালিটিও অসম্ভব সুন্দর ,
- সাউন্ড কোয়ালিটি এক কথায় যাকে বলা যায় যাস্ট Fantastic
- Siliguri CityCentre INOX এর প্রত্যেক কর্মকর্তা ও কর্মরত স্টাফ এর ব্যবহার খুবই সুন্দর ,
- এখানে আপনি সিনেমা দেখার সময় আপনার মনে হতে পারে আপনি আপনার বাড়িতে বসে সিনেমা দেখছেন,
- এই করোনা পরিস্থিতিতে যেভাবে প্রপার বিধি নিষেধ মেনে আমাদের কে সিনেমা উপভোগ করার সুযোগ করে দিয়েছে CityCentre INOX তার জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ আমরা প্রত্যেকেই
[web_stories title=”true” excerpt=”false” author=”true” date=”true” archive_link=”true” archive_link_label=”https://www.marmakutir.com/8-12-citycentre-inox/” circle_size=”150″ sharp_corners=”true” image_alignment=”left” number_of_columns=”1″ number_of_stories=”5″ order=”ASC” orderby=”post_title” view=”grid” /]