হারিয়ে যাব একদিন , সেটাই সত্যি।
শেষ ঘুমে স্বপ্নটাও তোকে ঘিরেই দেখবো, সেটাও সত্যি।
কিন্তু এখন, অনেকটা পথ হাঁটতে চাই তোর সাথে,
শোনাতে চাই আমার হৃদস্পন্দনের শব্দটা।
নিয়ে যেতে চাই হাজারো নিয়ন আলোর মাঝে,
যেখানে দুজনের ঠোঁটের মাঝে দূরত্বটা মুছে যাবে।
শুধু এক মুঠো ভালোবাসা ছড়িয়ে দিস,
আমার মনের আকাশে।
বাজে স্বভাব আমার একটাই, তোকে ভালোবাসা।
নিয়ম করে বাসবো ভালো , স্বভাবের বদল হবে না।
যে কটা দিন থাকবো, তোর চোখেতেই দেখবো পৃথিবী।
তারপর সেই ঘুম, আর শেষ স্বপ্ন,
যেখানে মিঠে আলোয় শুধু তোর মুখটা ভাসবে।
শুধু এক মুঠো ভালোবাসা ছড়িয়ে দিস,
আমার মনের আকাশে।