
যদিও ফিল্মের নাম এখনো ঠিক হয় নি। গত ২৯ এ আগস্ট হাওড়া তে হয়ে গেল প্রথম দিনের শুটিং। মাত্র কয়েকদীন আগেই ওয়ান লাভ মিডিয়ার শর্টফিল্ম “পাতা ঝরার দিনে” মুক্তি পেয়েছে ইউটিউবে। ব্যাপক সাড়া ফেলেছে ইতিমধ্যেই। এর আগেও ইউটিউবে শর্ট ফিল্ম বানানোর জন্য ওয়ান লাভ মিডিয়া চ্যানেল বেশ জনপ্রিয় । তাদের এই আগামী ছবি যদিও ইউটিউবে না অন্য কোনো অ্যাপে আসবে সে বিষয়ে বিশেষ কিছু জানায় নি প্রোডাকশন হেড অনিমেষ চক্রবর্তী। তাদের এই নতুন ছবিটি প্রেমের। এক হোম ডেলিভারি খাবারের সমস্যা থেকে অদ্ভুত ভাবে শুরু হয় বন্ধুত্ব আর আর সেখান থেকে আসে প্রেম তবে এটি নিছকই প্রেমের গল্প না। গল্পের প্রধান চরিত্র আমান ও উর্যার মধ্যে আসে ধর্মের প্রাচীর, আর ঘটে যায় এক এমন দুর্যোগ যার কথা এর আগে দেশবাসী শুনেছে।

এর বেশি গল্পের ব্যাপারে বলতে চাননি পরিচালক রজত সাহা। প্রধান গল্পটি সৌরদিপ চক্রবর্তীর লেখা। অভিনয় করছেন অংশু বচ, কুণাল চক্রবর্তী ও নবাগতা স্বেতলানা চ্যাটার্জী। ক্যামেরায় আছেন সায়ণ চন্দ। বলা বাহুল্য এটি রজত ও সয়ন জুটির চতুর্থ কাজ। খুব শিগগিরই আমরা এই সিনেমা সমন্ধে আরো খবর আপনাদের জানাব।
- প্রিয়া সান্যাল।
More Stories
রজত আর অরুণাভ মিলে নিয়ে এল টিভিএফ এর স্বাদ।
‘সত্যি বলতে তখনো আমি ভাবিনি যে আমি আবার অভিনয় ফিরব’ শেষ বেলায় কাম ব্যাক লহরী চক্রবর্তীর।
‘সবারই তো ইচ্ছে থাকে রোম্যানটিক সিনেমার হিরো হওয়ার, ওয়ান লাভ মিডিয়ার “শেষ বেলায়” সেই ইচ্ছে পূরণ হলো’ রসাত্মক অরুনাভ।